ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


ডুমুরিয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশিত:
১৯ মে ২০২৫ ২০:০৮

ডুমুরিয়ায় ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে ১৯ ও ২০ মে ২ দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন করেন,ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল-আমিন।

১৯ মে সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৪নং খর্ণিয়া ও শরাফপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা ভারপ্রাপ্ত কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রশিক্ষণ টি দেওয়া হচ্ছে।