ঢাকা সোমবার, ১৯শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২


আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকল


১৯ মে ২০২৫ ১১:৩৫

আপডেট:
১৯ মে ২০২৫ ১৮:০৮

বিগত সরকারের সময় সরকারবিরোধী আন্দোলনে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতই রাখলেন আপিল বিভাগে।

রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি শেষে আজ সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ স্থগিতাদেশ বহাল রেখে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির আদেশ দেন।

এর আগে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক গত ২৯ এপ্রিল জামিন স্থগিত করেন। সেই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এমকে রহমান ও মোতাহার হোসেন সাজু।

আইনজীবী মোতাহার হোসেন সাজু আজকের পত্রিকাকে বলেন, ৬১ জন আইনজীবীকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন, যা চেম্বার আদালতে স্থগিত হয়। আজকে আপিল বিভাগ জামিন স্থগিত রেখে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

এর আগে মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৬১ আইনজীবীকে গত ৬ এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। পরে তাঁরা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।