ঢাকা সোমবার, ১৯শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২


ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা


১৯ মে ২০২৫ ১৭:২৬

আপডেট:
১৯ মে ২০২৫ ২১:৪১

সড়কে পড়ে থাকা নিহত ব্যক্তির জুতা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা-পুলিশ। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মরদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। শুধু অক্ষত অবস্থায় পাওয়া গেছে তাঁর ব্যবহৃত এক জোড়া জুতা।

গতকাল রোববার দিবাগত গভীর রাতে উপজেলার বাগাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে মরদেহ বা জুতার ভিত্তিতে কেউ যদি শনাক্ত করতে পারেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পরে একাধিক গাড়ির চাপায় মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে ফরিদপুর সিআইডির সহায়তায় কাজ চলছে। শনাক্ত হওয়ার পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।