বাংলাদেশে ৩জনের শরীরে করোনা পাওয়া গেছে: আইইডিসিআর

বাংলাদেশে তিন জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
তারা হাসপাতালে কোয়ারেন্টাইনে আছে বলে আজ রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছে। এদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সনাক্তদের মধ্যে দুইজন ইতালি থেকে এসেছে।