ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


যাত্রীকে খুঁজে ২ লাখ ৩০ হাজার টাকা ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক


৭ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪০

আপডেট:
১৯ মে ২০২৪ ০৩:৫৬

অটোরিকশার সিটে দুই লাখ ৩০ হাজার টাকা ফেলে যান দুই যাত্রী। তাদের খুঁজে বের করে সেই টাকা ফিরিয়ে দিলেন জয়নাল আবেদীন ওরফে জয়নাল পাগলা (৫৮) নামে এক অটোরিকশাচালক। শুধু তাই নয়, হারানো টাকা ফিরে পেয়ে ওই দুই যাত্রী সততার পুরস্কার হিসেবে জয়নালকে কিছু টাকা দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি।

গতকাল বুধবার বিকেলে ময়মনসিংহ শহরের জুবলীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, জয়নাল আবেদীন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া এলাকার বাসিন্দা।

টাকার মালিক গৌরীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম দৈনিক আমাদের দিন  জানান, মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে আতাউর রহমানকে নিয়ে তিনি অটোরিকশায় করে গতকাল বিকেলে ময়মনসিংহ শহরের জুবলীঘাট এলাকায় একটি মোটরসাইকেল শো-রুমে যান। গন্তব্যে পৌঁছে অটোরিকশাচালক জয়নালকে ভাড়া দিয়ে বিদায় করে দেন তিনি। পরে মোটরসাইকেল কেনার পর টাকা পরিশোধের সময় টের পান সঙ্গে নিয়ে আসা দুই লাখ ৩০ হাজার টাকা নেই। এ সময় তিনি হতাশ হয়ে পড়েন।