মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫

মৌলভীবাজারের সাইফুর রহমান সড়কে মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটছে। এতে ৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার পর কোনো এক সময় শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
দোকানের পেছনে বাসায় এ সময় আটকা পড়ে কয়েকজন। আটকা পড়াদের মধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।