১৬ মাসের শিশুকে অপহরণ, মুক্তিপণের টাকায় ফ্ল্যাট কিনতে চেয়েছিলেন তারা

গাজীপুর মহানগরী থেকে বাসা ভাড়া নিতে এসে ১৬ মাসের এক শিশুকে অপহরণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অপহৃত শিশুটির নাম শাহরিয়া ইসলাম আরাফ। অপহরণের ১০ ঘণ্টা পর মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোসা. জেরিন ইশরাত জুলি (২২),তারিন নুশরাত তুলি (১৬),মো. আমিনুল ইসলাম (২৯) ও মো. সুমন (৩০)। এ সময় আসামিদের কাছ থেকে স্বর্ণের কানের দুল, ৪টি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
১৬ মাসের শিশুকে অপহরণ, মুক্তিপণের টাকায় ফ্ল্যাট কিনতে চেয়েছিলেন তারা
১৯ জানুয়ারি ২০২০ ১৮:১২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৮:১৫

গাজীপুর মহানগরী থেকে বাসা ভাড়া নিতে এসে ১৬ মাসের এক শিশুকে অপহরণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অপহৃত শিশুটির নাম শাহরিয়া ইসলাম আরাফ। অপহরণের ১০ ঘণ্টা পর মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোসা. জেরিন ইশরাত জুলি (২২),তারিন নুশরাত তুলি (১৬),মো. আমিনুল ইসলাম (২৯) ও মো. সুমন (৩০)। এ সময় আসামিদের কাছ থেকে স্বর্ণের কানের দুল, ৪টি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল এসব কথা জানিয়েছেন।
তিনি জানান, গত ১৬ জানুয়ারি মোসা. জেরিন ইশরাত জুলি শরিফপুরে মো. আশরাফ আলীর (বাড়ির মালিক) বাসা ভাড়া নেওয়ার জন্য যায় এবং বাসা দেখে পছন্দ হয়েছে বলে জানিয়ে আসে। তার ২ দিন পর অর্থাৎ গত ১৮ জানুয়ারি জেরিন ইশরাত জুলি, তার ছোট বোন তারিন নুশরাত তুলিসহ পূর্ব পরিকল্পিতভাবে সকাল ৮টায় আশরাফ আলীর বাসায় উপস্থিত হয়। বাসা ভাড়া বাবদ অগ্রিম কিছু টাকা দেবে বলে জানায় সে। এ সময় তাদের মধ্যে দীর্ঘক্ষণ বাসা ভাড়ার বিষয়ে আলোচনা হয়। আলাপচারিতার ফাঁকে জেরিন ইশরাত জুলি ও তারিন নুশরাত তুলি তাদের সঙ্গে নিয়ে আসা ঘুমের ওষুধ কৌশলে জুসের সঙ্গে মিশিয়ে আশরাফ আলী ও তার পরিবারের অন্যান্য সদস্যদের খাওয়ায়।’