ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


বাণিজ্যমেলার স্টলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২০ ০৬:৩৬

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার একটি স্টলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খান জানান, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে পুটিখা নামে একটি স্টলে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন।

তবে কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এইদিকে ফায়ার সার্ভিসের ডাইরেক্টর এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের  যুগ্মসচিব হাবিবুর রহমান জানান, আগুন কন্ট্রোল আছে এবং ইতিমধ্যে সাতটি ইউনিট পাঠিয়েছি আরও বাড়ানো হবে।