ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


ডুমুরিয়ায় কেরাম প্রতিযোগিতায় সাতক্ষীরার সজীব চ্যাম্পিয়ন


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৫ ২১:৪১

ডুমুরিয়ায় তীব্র শীত উপেক্ষা করে সারারাত তুমুল উত্তেজনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৩২ দলের কেরামবোর্ড প্রতিযোগিতা।

ভদ্রা নদীর পাড়ে ডুমুরিয়া কাঠগোলা ব্যবসায়ী কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে এ খেলার উদ্বোধন করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম। দিবাগত ভোর রাতে চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সাতক্ষীরার সজীব চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে ডুমুরিয়ার ইউপি সদস্য হাবিবুর রহমান। ভোর রাতে কাঠ ব্যবসায়ী গাজী শফিউল্লাহর সভাপতিত্বে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি এলইডি টেলিভিশন পুরস্কৃত করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন বিল্লাল সরদার, ইবাদ খান, কাশেম শেখ, লুৎফর সরদার প্রমুখ।