মেডিকেলে চান্সপ্রাপ্ত মিমির পাশে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সোহেল

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের দিনমজুর আফসার উদ্দিন সরদারের মেয়ে মিমি আক্তার। মিমির স্বপ্ন ছিল একদিন চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন।
স্বপ্নপূরণের পথে একধাপ এগিয়ে সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান তিনি। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতা সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সহায়তার হাত বাড়ানোয় সুগম হয়েছে স্বপ্নপূরণের পথ।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়ার নবগঙ্গা ডিগ্রি কলেজের এক মিলনায়তনে মিমি আক্তারকে মেডিকেলের প্রথম বর্ষের বই, এপ্রোন, স্টেথোস্কোপ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ছাত্রদল নেতা মো.সোহেল রানা। এসময় আরও সহায়তা তুলে দেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্রদল নেতা ডা. আব্দুল্লাহ আর রায়হান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শেখ রমজান আলি রকি।
এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি টিপু সুলতান ও কলেজের অধ্যক্ষ মোল্লা মোশাররফ হোসেন, নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা লাক্সমি, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মাহবুবুর রহমান রাজ, সদস্য সাজ্জাদ শিকদার, হিরন মৃধা, ছাত্রনেতা সুজাত সরদার, উজ্জ্বল, লিমন, নাজমুস সাকিব, শান্ত, আজিজ, আনিচুর, মাহমুদ, লোহাগড়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন ও আলী হাসান।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. সোহেল রানা বলেন, ''জনাব তারেক রহমানের প্রেরণা ও নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে মেধাভিত্তিক একটি জাতি বিনির্মাণে বদ্ধপরিকর।"