ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


উপজেলা ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে: কাদের


১০ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৩

আপডেট:
১০ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৫

পজেলায় ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে: কাদের

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থিতা উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রথম ধাপের উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণার সময় তিনি একথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয়ভাবে মনোনয়ন দেবে না। প্রার্থিতা উন্মুক্ত থাকবে। দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে এই সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে এমন ঘোষণা দেওয়ার পর পিছু হটেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওই সময় তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলাপের পর ‘আইনি জটিলতা’ থাকায় উন্মুক্ত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দল।

প্রসঙ্গত, আগামী ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি-প্রধান জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোট। একই ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাম গণতান্ত্রিক জোট।