ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


তেজগাঁও ভূমি কার্যালয় থেকে ৬ ‘দালাল’ গ্রেপ্তার


৩০ জানুয়ারী ২০২৪ ২৩:৩১

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৭:২৩

তেজগাঁও ভূমি কার্যালয় থেকে ৬ ‘দালাল’ গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও ভূমি কার্যালয়ে অভিযান চালিয়ে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা প্রশাসন। ভূমি কার্যালয়ে তাঁরা ‘দালালি’ করছিলেন বলে অভিযোগ উঠেছে।

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক আজ মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন। এ সময় ছয়জনকে আটক করা হয়। পরে মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

শিবলী সাদিক বলেন, ভূমি অফিসে কাজে আসা মানুষদের সঙ্গে এ ছয় ‘দালাল’ নামজারি-সংক্রান্ত কাগজপত্র নিয়ে সেখানে ঘোরাঘুরি করছিলেন। সেখান থেকে তাঁদের আটক করা হয়।

আটকের পর তেজগাঁও থানায় বিষয়টি জানায় জেলা প্রশাসন। পুলিশ এসে তাঁদের নিয়ে যায়। পরে তেজগাঁও ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।

ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সেবা দিতে জেলা প্রশাসন ঝটিকা অভিযান চালাচ্ছে। অনিয়মের বিরুদ্ধে (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছে। জেলা প্রশাসন। ভূমি অফিসে অনিয়ম হলে সেটি জানাতে সেবাপ্রত্যাশীদের অনুরোধ জানাচ্ছি।’