ঢাকা সোমবার, ২২শে ডিসেম্বর ২০২৫, ৮ই পৌষ ১৪৩২


টেকনাফ সীমান্তে মাদকের ভয়াল থাবা: ২ বিজিবির সাঁড়াশী অভিযানে বিপুল ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস উদ্ধার


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৫ ২২:৫৭

টেকনাফ সীমান্তে মাদক পাচারের ভয়াবহ চিত্র আবারও সামনে এসেছে। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত ধারাবাহিক সাঁড়াশী অভিযানে বিপুল পরিমাণ ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গত ২০ ও ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন এসআর খাল, পার্শ্ববর্তী কেওড়া জঙ্গল এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা ঘিরে পৃথক পৃথক অভিযানে এসব মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২ দশমিক ০৬৯ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং মোট ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

সাম্প্রতিক সময়ে টেকনাফ ও আশপাশের এলাকায় ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস পাচার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে গুরুত্ব দিয়ে বিজিবি গোয়েন্দা নজরদারি ও সীমান্ত মোতায়েন পরিকল্পনা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক ২ বিজিবির নেতৃত্বে তিনটি বিশেষ টহল দল দীর্ঘ ১২ ঘণ্টাব্যাপী তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এসআর খাল সংলগ্ন ‘হ্যাচারী’ নামক স্থান থেকে ভোর ৪টা ৪৫ মিনিটে একটি লুকানো অবস্থান হতে ৩০ হাজার পিস ইয়াবা ও ২.০৬৯ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। পরে পাচারকারীরা পালানোর সময় প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় অবশিষ্ট ইয়াবা নদীতে ফেলে দেয়। স্থানীয় জনগণের সহযোগিতায় নাফ নদীর সাইরান খাল থেকে পানিতে ভাসমান অবস্থায় আরও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক ও মানব পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আমাদের এই বলিষ্ঠ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, স্থানীয় এলাকাবাসী ও জেলেদের তথ্য সহযোগিতা এই অভিযানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।