ঢাকা সোমবার, ২২শে ডিসেম্বর ২০২৫, ৮ই পৌষ ১৪৩২


ভালুকায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৫ ২২:৫৩

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে দিপু চন্দ্র দাস (২৫) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর এ ঘটনায় এখন পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪ ও ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) র‍্যাব-১৪ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তাররা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)।

পুলিশ জানায়, গ্রেপ্তা‌র আসামিদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।