ঢাকা সোমবার, ২২শে ডিসেম্বর ২০২৫, ৮ই পৌষ ১৪৩২


পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে মহিলা কর্মীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি: অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৫ ২২:৪১

প্লাস্টিক ও আবর্জনা নিরসনে মাঠপর্যায়ে কাজ করা মহিলা পরিচ্ছন্ন কর্মীরা নানা ধরনের সামাজিক, পেশাগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বলে মন্তব্য করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স হল রুমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “পর্যটন নগরী কক্সবাজারকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে মহিলা পরিচ্ছন্ন কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো, কর্মক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতা, সামাজিক অবমূল্যায়ন, স্বাস্থ্যঝুঁকি এবং পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের অভাবের মতো সমস্যার সম্মুখীন হন।”

তিনি আরও বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও আবর্জনা নিরসনে টেকসই সমাধান নিশ্চিত করতে হলে এই কর্মীদের কাজের পরিবেশ উন্নত করা, প্রশিক্ষণ প্রদান এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও অত্যন্ত জরুরি।
সেমিনারে UNDP-এর প্রতিনিধিরা জানান, পরিবেশ সুরক্ষা ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়াতে নীতিগত সহায়তা ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবেশবিদ, উন্নয়নকর্মী ও পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সবাই কক্সবাজারকে প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।