ঢাকা মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


২৫ কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থী মনোনয়ন দাখিল, নির্বাচনী মাঠে উত্তাপ


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৫ ০০:০৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী–কচাকাটা) আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে করে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন:
•বিএনপির মনোনীত সাইফুর রহমান রানা

•গণঅধিকার পরিষদ প্রার্থী বিন ইয়ামিন মোল্লা

•জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম

•ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি

•জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান এবং
•জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই মাস্টার।

উল্লেখ্য, ২৫ কুড়িগ্রাম-১ সংসদীয় আসনটি নাগেশ্বরী উপজেলা, ভূরুঙ্গামারী উপজেলা ও কচাকাটা থানা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৪ জন এবং মোট ভোটকেন্দ্র রয়েছে ২৩১টি।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রার্থীদের সমর্থকরা দিনভর বিভিন্ন স্লোগান ও মিছিলের মাধ্যমে সরব ছিলেন।

যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থীদের নিয়ে শুরু হবে মূল নির্বাচনী লড়াই।