২৫ কুড়িগ্রাম-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামীন মোল্লার মনোনয়নপত্র দাখিল
২৫ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-কচাকাটা) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ বিন ইয়ামীন মোল্লা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার বিকেল ৪টায় নাগেশ্বরী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিন ইয়ামীন মোল্লা বলেন, “আমি নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-কচাকাটা এলাকার মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “বিএনপির সাথে কোনো জোট নেই; গণঅধিকার পরিষদ এককভাবে ট্রাক মার্কায় নির্বাচন করবে।”
মনোনয়নপত্র গ্রহণ করেন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা। দাখিল শেষে প্রার্থী দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্নের প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সামনে নির্বাচনকে কেন্দ্র করে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন এবং প্রার্থীর পক্ষে জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারণা আরও জোরদার করা হবে।
