ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা


৪ জানুয়ারী ২০১৯ ০১:১৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৫:৩৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ নেতা নির্বাচিত হলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ নেতা নির্বাচিত হলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

এ নিয়ে শেখ হাসিনা টানা তিনবার ও সবমিলিয়ে চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন।

সভায় প্রস্তাবটি উত্থাপন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাবে সমর্থন করেন উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

এদিকে সংসদ নেতা শেখ হাসিনা বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেখা করবেন। ওই সময় মন্ত্রিসভা গঠন নিয়ে তারা আলোচনা করবেন।

নব নির্বাচিত সংসদ সদস্যরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ ভবনের নিচতলা শপথকক্ষে শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান সংসদের বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।