ঢাকা রবিবার, ১৪ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২


ঢাকা ও চট্টগ্রামের দুই এমপি প্রার্থী গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ মিছিল


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির নির্বাচনী গণসংযোগকালে প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলায় বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে বেলকুচি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ মিছিলটি মুকুন্দগাতী কড়িতলা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চালা বাস স্ট্যান্ড এসে পথসভা হয়।

এসময় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন ও পৌর বিএনপি সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিয়া শামীম, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক পলাশ, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মোঃ রেজাউল করিম, বেলকুচি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ, পৌর ছাত্র দলের আহবায়ক শাহরিয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই ঢাকা ও চট্টগ্রামের দুই এমপি প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে ও নির্বাচন বানচালের চেষ্টা করছেন। বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার দাবি জানান।