ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


শিক্ষকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫ ১৩:৪৩

জবির ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

জবি শাখা ছাত্রদল কর্তৃক শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল বের করেন বিভাগের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। পরে সেখানে তারা সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণকালে শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, অছাত্ররা ক্যাম্পাস ছাড়; যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও; শিক্ষা সন্ত্রাস একসাথে চলবে না; অছাত্রদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; নানা স্লোগান দেন তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ জুলাই) শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচতলায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক, ছাত্রকল্যাণ পরিচালক, সহকারী প্রক্টর ও ৩ শিক্ষার্থীর ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। ঘটনার পরপরই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রসংগঠনগুলো।