ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


জবি শিক্ষার্থীদের জন্য পাঁচটি দ্বিতল বাস ক্রয়ে ৬ কোটি টাকা বরাদ্দ


১৪ ডিসেম্বর ২০১৮ ০৯:৪৩

আপডেট:
১০ মে ২০২৪ ১৭:৩৫

জবি শিক্ষার্থীদের জন্য পাঁচটি দ্বিতল বাস ক্রয়ে ৬ কোটি টাকা বরাদ্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পাঁচটি দ্বিতল বাস ক্রয়ের ছয় কোটি টাকা বরাদ্দ দিয়েছে সিন্ডিকেট। আজ বৃহস্পতিবার উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্বে ৭৯তম সিন্ডিকেট সভায় এ অনুমোদন দেওয়া হয়।

গত ৪ ডিসেম্বর ৫৮তম অর্থ কমিটির সভায় নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের পাঁচটি দ্বিতল বাস ক্রয়ের আর্থিক ও প্রশাসনিক অনুমোদনের সুপারিশ করা হয়।

উপাচার্য মীজানুর রহমান আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশে প্রথম বিআরটিসির বাহিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতল বাস ক্রয় করা হচ্ছে। ক্যাম্পাসে পার্কিং স্বল্পতার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতল বাসগুলো বেশি শিক্ষার্থী পরিবহনের পাশাপাশি দীর্ঘস্থায়ী হবে। এছাড়াও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব অর্থায়নে অতিশীঘ্রই আরও তিনটি নতুন একতলা বাস পরিবহনে পুলে যুক্ত হচ্ছে।’

মীজানুর রহমান আরও বলেন, ‘শিক্ষার্থী যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চারটি একতলা বাস ও ১২টি দ্বিতল বিআরটিসি বাস ইতিমধ্যে বিভিন্ন রুটে চলাচল করছে। শিক্ষার্থীদের অধিকতর সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমানে ঢাকার বাইরের কয়েকটি জেলাতেও পরিবহন সুবিধা দেওয়া হচ্ছে।’