ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


জবি ছাত্রদলের 'নিরাপদ ক্যাম্পাস' নিশ্চিতকরণের অঙ্গীকার


২১ এপ্রিল ২০২৫ ০২:০৫

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০২:০৫

ছবি: আমাদের দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞ। এই লক্ষ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ আজ একটি সভায় মিলিত হন।

সভায় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী কর্মসূচি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ গড়ে তোলা তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সভা শেষে নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করে জানান, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ক্যাম্পাস আন্দোলনকে এগিয়ে নিতে ছাত্রদল সর্বদা সচেষ্ট থাকবে।