ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


রাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় জবি ছাত্রদলের হেল্প ডেস্ক


১৯ এপ্রিল ২০২৫ ১৮:২৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২১:২৭

ছবি: আমাদের দিন

সারাদেশ থেকে আগত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে’ ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে হেল্প ডেস্ক করে নানাবিধ সুবিধাদি দেওয়া হয়।

১৯ এপ্রিল ২০২৫, শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই আয়োজন করে জবি ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিন এর নেতৃত্বে এই উদ্যোগ গ্রহণ করা হয় এবং অন্যান্য নেতৃবৃন্দের তত্বাবধানে তা পরিচালিত হয়।

হেল্প ডেস্কে সারাদেশ থেকে আসা পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ফোন রাখার ব্যবস্থা করা হয়। পাশাপাশি খাবার পানি ও যোগাযোগের সহায়তাও প্রদান করা হয়।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, ” জবি ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের সুবিধা দিতে সর্বাগ্রে উপস্থিত থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়েও আমরা যেমন বুথ স্থাপন করে সেবা দিয়েছি, তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জবি কেন্দ্রে সুবিধা দিতে আমরা এগিয়ে এসেছি।”

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “সারাদেশ থেকে পরীক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে এসেছে। তাদেরকে সহায়তা দিতে পারাটা আমাদের জন্য আনন্দের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তারা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সহায়তা করা আমাদের কর্তব্য। তাদের সহায়তা করে আমরা আমাদের নিজেদের সুনামই বয়ে আনবো।”

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,” আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধা দিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তাদের যেনো কোনো সমস্যা না হয় সে বিষয়ে আমরা সজাগ থেকেছি এবং তাদের সরঞ্জাম সংরক্ষণ করে তাদেরকে সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত। “


রাবি, ভর্তি পরীক্ষা, জবি ছাত্রদল, জবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়