গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় কচুয়া কলেজ ছাত্রদলের নিন্দা ও অবস্থান কর্মসূচি

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় নিন্দা ও অবস্থান কর্মসূচি পালন করেছে কচুয়া কলেজ ছাত্রদল। আজ (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি হিসেবে কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজীর রশিদ ও কচুয়া পৌরসভা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইমাম হাসান এর দিকনির্দেশনায় কলেজ ছাত্রদল নেতা কাওসার মজুমদার, নবীর হোসেন, মোহাম্মদ জাহিদ ও কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইয়া খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ ইমরান খান, কচুয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক বাবলু হোসেন। রোমান হুসেন সাধারণ সম্পাদক কচুয়া পৌরসভা ছাত্রদল, সাবেক ছাত্রনেতা সুমন খান, সহ সভাপতি সাকাওয়াত হোসেন ও বশির উল্লাহ, ছাত্রনেতা ইসমাইল।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি প্রার্থী আমির খাতবিয়া, ০৯ নং ইউনিয়নের ছাত্রদলের সভাপতি প্রার্থী জিলানী শেখ, ৭ নং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।