ঈদের ছুটি শেষে কাল খুলছে ঢাবি-জবিসহ তিন বিশ্ববিদ্যালয়

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়। বাকি দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে-জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এদিন থেকেই চালু হবে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
গত ২৫ মার্চ ছিল ঈদের ছুটির আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মকর্তাদের শেষ কর্ম দিবস। এর আগে গত ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন শুরু হয় ক্লাস কার্যক্রম, যা চলে ২০ মার্চ পর্যন্ত। ঈদের ছুটি কাটিয়ে রবিবার থেকে আবারো ক্লাসে ফিরবেন শিক্ষার্থীরা।
গত ২৩ মার্চ থেকে ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ছুটি শুরুর আগে ও পরের শুক্র ও শনিবারসহ মোট ১৬ দিনের ছুটি ছিল। ছুটি শেষ রবিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে।
এছাড়া গত ২৬ মার্চ বুধবার থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ ছিল। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবার চালু ছিল।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১২ দিনের ছুটি শেষ রবিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে। এর আগে ২৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২৮ মার্চ প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।