ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


জবিস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি ঘোষনা


২৪ মার্চ ২০২৫ ১৯:২১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪২

ছবি: আমাদের দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের” নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো: মাহিদ হোসেন কে সভাপতি এবং প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো: গোলাম রাব্বানী কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে । কমিটির উপদেষ্টা মন্ডলীদের সম্মতিক্রমে শনিবার (২২ মার্চ) ১৫ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং এই কমিটি পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি মো: মাহিদ হোসেন বলেন- “চাঁদপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় আমরা একসঙ্গে কাজ করবো যা হবে অতীতের থেকেও অনেক ভিন্ন মুখী এবং সংস্কার পন্থী।এছাড়াও জেলা ও ঢাকায় শিক্ষার্থীদের প্রসাশনিক,আইনি,আর্থিক,মানসিক স্বাস্থ্য সেবা সহায়তায় এই কল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সাধারণ সম্পাদক মো: গোলাম রাব্বানী বলেন, “চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের কল্যাণে আমরা একতা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করবো। নবীন শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষাবৃত্তি, ক্যারিয়ার গাইডলাইন, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনসহ নানামুখী কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। সকলের সহযোগিতা ও ভালোবাসায় আমাদের এই যাত্রা সফল হবে ইনশাআল্লাহ।