ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ঢাবিতে ছাত্রদল নেতাকর্মীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত


১৮ মার্চ ২০২৫ ১৮:৫৫

আপডেট:
১৮ মার্চ ২০২৫ ২৩:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আড়াই হাজারের অধিক নেতাকর্মীর অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২নং সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, সহ-সভাপতি সাফি ইসলাম, মোল্লা মোহাম্মদ মুসা, আবির, ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, মো. সোহেল রানা, ইব্রাহিম, রাজু, রনি, ইমরান, শাহিন, কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক লুইস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আক্তার শুভ, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন, বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোকলেসুর রহমান, কবি নজরুল কলেজ ছাত্রদলের  আহ্বায়ক ফাহিম, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ,  বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নূর হোসেন, সায়মুন, মামুন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাগর। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামিম,

মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক হান্নান মজুমদার, পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামসহ তাদের অনুসারীরা।

ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া করা হয়। ইফতার শেষে ছাত্রদলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানস্থল পরিষ্কার করেন। 

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা বলেন, প্রতিদিন ইফিতারের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান হলরুম এবং স্পট কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের আয়োজনে ইফতার অনুষ্ঠিত হয়। কিন্তু স্বৈরশাসক শেখ হাসিনার আমলে ছাত্রদলের অনানুষ্ঠানিক আয়োজনে হামলার ঘটনার উদাহরণও ছিল। তবে এই বছর মুক্তভাবে ইফতার আয়োজন হচ্ছে।