ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


জবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, ১০ বাস আটক


১৮ মার্চ ২০২৫ ১০:৪০

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৬:০৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে ভিক্টর ক্লাসিক পরিবহনের ১০টি বাস আটক করেছে তার সহপাঠীরা।

সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা বাস আটক করেন।

সূত্র অনুসারে, গুলিস্তান থেকে ওই শিক্ষার্থী বাসে উঠেছিলেন। চালকের সহকারী তাকে যৌন হয়রানি করলে তিনি প্রতিবাদ করেন। তবে বাসের যাত্রীরা কেউ প্রতিবাদ করেননি। পরবর্তীতে ওই শিক্ষার্থী বিষয়টি তার সহপাঠীদের জানান।

বাস মালিকের সঙ্গে শিক্ষার্থীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ কল রিসিভ করেননি। যে বাসে এই ঘটনা ঘটেছিল, সেই বাসটিও শনাক্ত করা যায়নি। যে কারণে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ১০টি বাস আটকে চাবি নিয়ে নেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ভিক্টর ক্লাসিকের বাসে এমন ঘটনা এই প্রথম নয়। বারবার যৌন হয়রানির ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। 'বিচার না পাওয়া পর্যন্ত আমরা বাস ছাড়ব না,' বলেন এক শিক্ষার্থী।

যোগাযোগ করা হলে ওই শিক্ষার্থী জানান, 'গুলিস্থান থেকে বাসে উঠার পর থেকেই হেলপার আমাকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। প্রতিবাদ করলেও সে থামেনি। কন্ডাকটরকে জানালেও তিনি চুপ ছিলেন। কেউ কোনো কথা বলেনি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'