ঢাকা মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১


শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ- জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নবীনবরণ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


১৫ মার্চ ২০২৫ ২২:১২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২২:৩৫

ছবি: আমাদের দিন

ছবি: আমাদের দিন

আজ (শনিবার) ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর 'নবীনবরণ, দোয়া ও ইফতার মাহফিল' অনু্‌ষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ কনফারেন্স রুমে আজ এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় এবারো পবিত্র রমজান মাসে শরীয়তপুরের বর্তমান ও প্রাক্তণ ছাত্রছাত্রীদের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হলো।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের প্রধান উপদেষ্টা জনাব ফয়সাল আহমেদ সজল। উপস্থিত ছিলেন কামরুল হাসান তালুকদার (সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল), মো: সান্টু (সাবেক সহ সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব মো. সামছুল আরেফিন, দেলোয়ার দুলাল (সাবেক সভাপতি ও সেক্রেটারি, অত্র ছাত্রকল্যাণ)

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা মো. শাহরিয়ার হোসেন এবং রাশেদ বিন হাসেম সহ জেলা ছাত্রকল্যাণের নবগঠিত কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ। 

ছাত্রকল্যাণের বর্তমান সভাপতি মো: সৌরভ ইসলাম (মৃধা) ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেনের ব্যবস্থাপনায় এ আয়োজন যথাযথভাবে সম্পন্ন হয়। 

প্রধান উপদেষ্টা জনাব ফয়সাল আহমেদ সজল বলেন,' নিজ জেলা শরীয়তপুরের জবিয়ানদের সাথে আজকের আয়োজনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। জেলাকল্যাণের এমন আয়োজনে যারা নিরলস পরিশ্রম করেছে তাদের ধন্যবাদ দিতে চাই।'

সভাপতি মো: সৌরভ ইসলাম (মৃধা) জানান, 'দায়িত্ব নেওয়ার পর এটি আমাদের প্রথম কোন বড় আয়োজন। এই আয়োজনে যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন, দিকনির্দেশনা দিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের দোয়া ও সমর্থন পেলে আমরা আরো ভালো কিছু উপহার দিতে পারবো।

সাধারণ সম্পাদক মো: মনির হোসেন বলেন, 'দায়িত্বশীল জায়গায় থেকে আমরা সকলে মিলে কাজ করেছি, কাজকে উপভোগ করেছি। আগত সবাইকে অনেক ধন্যবাদ দিতে চাই, সার্বিকভাবে আমাদের সাথে থাকার জন্য। সিনিয়র-জুনিয়রের সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে জেলা ছাত্রকল্যাণকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চাই।'


জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর