ঢাকা বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


গড়াইয়ের আয়োজনে টিএসসিতে ইফতার ও আলোচনা সভা


১২ মার্চ ২০২৫ ০১:২৬

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৬:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো গড়াই ছাত্রকল্যাণ সংস্থার, ঢাকা বিশ্ববিদ্যালয় ( কুষ্টিয়া থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন) আয়োজিত ইফতার ও আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা, শিক্ষক, এল্যামনাই এবং পৃষ্ঠপোষকরা।

সন্ধ্যার আগে থেকেই টিএসসিতে জমে ওঠে প্রাণের মিলনমেলা। পুরনো ও নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আন্তরিক আড্ডায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষকরা ছাত্রদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, এল্যামনাইরা ভাগ করে নেন কর্মজীবনের অভিজ্ঞতা, আর পৃষ্ঠপোষকরা আশ্বাস দেন ভবিষ্যতেও পাশে থাকার।

সংগঠনের সদস্যদের সুশৃঙ্খল ও সুন্দর ব্যবস্থাপনায় পুরো আয়োজন ছিল প্রশংসনীয়। ইফতারের পর আয়োজিত দোয়া ও মোনাজাতে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সমৃদ্ধি কামনা করা হয়।

এই আয়োজন প্রমাণ করে, গড়াই ছাত্রকল্যাণ সংস্থা শুধু একাডেমিক সহায়তাই নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রেও এক অনন্য উদাহরণ হয়ে উঠছে। অংশগ্রহণকারীরা এমন একটি সফল ও আন্তরিক আয়োজনের জন্য আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগামী দিনেও এমন উদ্যোগ চলমান থাকবে — এই প্রত্যাশা নিয়ে শেষ হয় আয়োজন।

সৌজন্যে : শিক্ষকবৃন্দ, এল্যামনাই, পৃষ্ঠপোষক, সনি এগ্রোফুড, কুষ্টিয়া।প্রধান ইলেকট্রিক, কুষ্টিয়া। ইনসাফ টেকএগ্রো, কুষ্টিয়া।