ঢাবির আবাসন সমস্যা সংকট নিরসনে 'জুলাই শহিদ স্মৃতি ভবন' উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানের লক্ষ্যে শেখ মুজিবুর রহমান হলের নবনির্মিত বর্ধিত ভবন ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, হাউজ টিউটর, হলের কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই ভবন শুধু আধুনিক সুযোগ-সুবিধার দিক থেকে নয়, এটি ইতিহাস ও স্মৃতির সাক্ষী হিসেবেও গুরুত্বপূর্ণ। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এর নামকরণ করা হয়েছে।” তিনি শিক্ষার্থীদের ভবনটি যত্নসহকারে ব্যবহারের আহ্বান জানান।
আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ভবন ১১ তলা বিশিষ্ট নতুন ভবনটিতে ২৫২টি কক্ষে মোট ১০০৮ জন শিক্ষার্থী থাকার সুযোগ পাবেন। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত ভবনটিতে রয়েছে—সিসি ক্যামেরা, আধুনিক ফায়ার হাইড্রেট সিস্টেম ও ইমার্জেন্সি সিঁড়ি, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য র্যাম্প ও ৫টি লিফট, নিচতলায় প্রাধ্যক্ষ অফিস, মিটিং রুম, ডাইনিং, অডিটোরিয়াম, সেলুন ও লন্ড্রি, দ্বিতীয় তলায় মসজিদ, ক্যান্টিন, টিভি রুম ও গেমস রুম, তৃতীয় থেকে একাদশ তলা পর্যন্ত ছাত্র কক্ষ ও রিডিং রুম।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, “ভাষা আন্দোলনের মাসের প্রথম দিনে শহিদদের স্মরণে ভবনটি উদ্বোধন করা হয়েছে। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।” তিনি ভবন নির্মাণে সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যদের ধন্যবাদ জানান।
এই নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
ঢাবি