ঢাকা মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


জবি চ-ইউনিট ভর্তি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান।


৩১ জানুয়ারী ২০২৫ ১৪:৪২

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৫১

ছবি: আমাদের দিন

আজ ৩১ জানুয়ারি শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা। এবার গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব নিয়মে পরীক্ষা নিচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় এই বিশ্ববিদ্যালয়। পরীক্ষা শুরু হয়েছে চ-ইউনিট (চারুকলা অনুষদ) দিয়ে।

প্রথম ভর্তি পরীক্ষাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা থেকে নেওয়া হয়েছে ব্যাতিক্রমী কিছু উদ্যোগ। স্বৈরাচারের আমলে নানামুখী নির্যাতনের মধ্যেও শিক্ষার্থীবান্ধব এই সংগঠন শিক্ষার্থীদের জন্য কাজ করে গেছে, সেই ধারাবাহিকতায় এখন থেকেও চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী কার্যক্রম। তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব মো. সামসুল আরেফিনের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক বসিয়েছে ক্যাম্পাসের কয়েকটি ফটকে। এছাড়া শিক্ষা উপকরণ হিসেবে ফাইল, কলম ও স্কেল উপহার দিয়েছে দেশের সর্ববৃহৎ ছাত্ররাজনৈতিক প্লাটফর্ম এর জবি শাখার নেতৃবৃন্দ। 

সকাল থেকেই নেতাকর্মীরা হেল্প ডেক বসানোর কাজ থেকে শুরু করে শিক্ষার্থীদের নানাভাবে সহায়তা করেছেন। আসন খুঁজে পেতে সাহায্য করা, বসার জন্য চেয়ার স্থাপনসহ ক্যাম্পাস সম্পর্কিত নানা তথ্য দিয়ে সহায়তা করেন।

শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘অত্যন্ত সুন্দরভাবে আজকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অসংখ্য ধন্যবাদ। আমার নেতাকর্মীদেরকেও ধন্যবাদ সুশৃঙ্খল ভাবে সকলকে সহায়তা করার জন্য। আশা করি, আজকের মত পরবর্তী পরীক্ষাগুলোতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর পাশে থাকবে।'

সদস্য সচিব মো. সামসুল আরেফিন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উৎসাহে এবং নির্দেশনায় পরীক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদের আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছে, অভিভাবকদের পাশে থেকে বলছে আপনাদের সাথে আছি। উনারাও ব্যাপক সাড়া দিয়েছেন।’

এদিন, ভর্তি পরীক্ষা দিতে আসা তাসিন নামে এক শিক্ষার্থী বলেন, বাইরে অনেকেই আমাদের সহযোগিতা করেছে। কেউ এসে কলম ও ফাইল দিয়ে গেছে। এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। পরীক্ষার দিন তেমন কোনো অসুবিধা হয়নি, বরং অনেক সহযোগিতা পেয়েছি। 

প্রসঙ্গত, এবছর জবির চারুকলা ইউনিটে মোট আসন ৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৩৭৫টি। আসন প্রতি লড়ছেন প্রায় ২৩ জন ভর্তিচ্ছু। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে পরিক্ষা। সকাল ১১টায় চারুকলা অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। 


জবি, ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা, চারুকলা