ঢাকা শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


কীর্তিনাশার নতুন কমিটির সভাপতি ইমরান হোসেন সম্পাদক রাজন খান


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৫ ১৭:৫৭

ছবি: আমাদের দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন কীর্তিনাশার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এর আগে জনাব জাহাঙ্গীর আলম, প্রভাষক, ম্যানেজমেন্ট ও ইনফরমেশন বিভাগ, ঢাবি এবং শিক্ষক উপদেষ্টা কীর্তিনাশা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২০২৫-২৬ সালের জন্য ১০ দিনের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে আসার জন্য নির্বাচন আয়োজন করতে বলা হয়। 

নতুন কমিটির সভাপতি হয়েছেন ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন মো. রাজন খান। 

আগামী এক বছর তারা এই পদে দায়িত্ব পালন করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজনকেই নির্বাচিত করা হয়।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. রাজন খান বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি আনন্দিত। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি, সভাপতি ও অন্যদের সাথে সমন্বয় করে মেধা ও কর্মশক্তির শতভাগ দিয়ে সংগঠনকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব।

নব নির্বাচিত সভাপতি মোঃ ইমরান বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্মার্ট একটি সংগঠন তৈরি করতে চাই। বিগত সকল কমিটির ব্যর্থতা কাটিয়ে কীর্তিনাশায় নতুন জোয়ার আসুক এমনটাই সকল সদস্যের আশা। 


শরীয়তপুর, কীর্তিনাশা, ঢাবি