ঢাকা বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১


জ‌বি ছাত্রদ‌ল পদব‌ঞ্চিত‌দের বি‌ক্ষোভে ব‌হিরাগত-ছাত্রলীগ


২৫ ডিসেম্বর ২০২৪ ২২:২৩

আপডেট:
২৬ ডিসেম্বর ২০২৪ ০১:১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘অছাত্র, অনিয়মিত ও পকেট কমিটি’ আখ্যা দিয়ে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বি‌ক্ষোভ ক‌রে‌ছে ছাত্রদলের পদব‌ঞ্চিত‌দের একটি অংশ। এ বি‌ক্ষো‌ভে ব‌হিরাগত-ছাত্রলীগ ক‌র্মীও র‌য়ে‌ছে ব‌লে দা‌বি ছাত্রদ‌লের অ‌নেক নেতা-কর্মীর।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, বুধবার (২৫ ডি‌সেম্বর) বি‌কে‌লে বিশ্ববিদ্যালয়ের শান্তচত্বর, সাইন্সফ‌্যাকা‌ল্টি‌তে ঝ‌টিকা মি‌ছিল শে‌ষে প্রধান ফট‌কের সাম‌নে অগ্ন‌িসং‌যোগ ক‌রে আন্দোলনকারীরা। বি‌ক্ষো‌ভকারী‌দের মা‌ঝে ব‌হিরাগত-ছাত্রলীগের কিছু কর্মী লক্ষ‌্য করা গে‌ছে।।

বিক্ষোভে অংশগ্রহণকারী নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক, তি‌নি ব‌লে, 'এখা‌নে বি‌ক্ষো‌ভকারী‌দের মা‌ঝে অ‌নেক অপ‌রি‌চিত মুখ আর ব‌হিরাগত ও ছাত্রলীগেরও অ‌নে‌কে র‌য়ে‌ছে। তারা আমা‌দের কো‌নো গ্রু‌পেই নেই। তারা কেন এসেছে জা‌নি না।'

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্যসচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, শাখাওয়াত ইসলাম খান পরাগ, রাসেদ বিন হাসিম,জাহিদুল ইসলাম জাহিদ, মাইন উদ্দীন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মোহাম্মদ মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন,শামীম মিয়া।

সদস্য- মোহাম্মদ রিয়াসাল রাকিব, মোবাইদুর রহমান, এম তানভীর রহমান, আবু হেনা মোরসালিন, ইমরান হোসেন ইমন,মাহিদ হোসেন, মাশফিকুল রাইন।বিজ্ঞপ্তিতে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।