ঢাকা বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখা কমিটির অনুমোদন


১৫ ডিসেম্বর ২০২৪ ২২:০০

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:৫৪

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখা’ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১৫ ডিসেম্বর (রোববার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়।

এই কমিটির সভাপতি পদে সারি কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম রমজান, নির্বাহী সভাপতি পদে ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে গজারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে আজাদ, হলদিবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম, ধানশাইল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম (সিনিয়র সহ-সভাপতি মহিলা), সাধারণ সম্পাদক পদে ঘাগড়া পুটলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলমগীর হোসাইন, নির্বাহী সম্পাদক পদে কালাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: তাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে দাড়িয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান মোহাম্মদ নকীব কে নির্বাচিত করে পরিপূর্ণ কমিটি প্রদান করা হয়।

এ প্রসঙ্গে কমিটির সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসাইন বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ সকল নেতৃবৃন্দ, শেরপুর জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী সভাপতি সহ সকল নেতৃবৃন্দকে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখা’র পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেইসাথে আমরা নবীন-প্রবীণ সবাই মিলে একসাথে কাজ করে এগিয়ে যেতে চাই।