ঢাকা বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৪ এর অ্যাওয়ার্ড নাইট ও সমাপনী অনুষ্ঠান


১৫ ডিসেম্বর ২০২৪ ১১:২৮

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:৪৫

গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৪ এর অ্যাওয়ার্ড নাইট ও সমাপনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার ২৮ নভেম্বর গুলশান ক্লাব লিমিটেডের টেনিস কোর্টে অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াড আয়োজক কমিটির চেয়ারম্যান মিনহাজ কামাল খানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন গুলশান ক্লাবের সভাপতি আনোয়ার রশীদ, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, এবং গুলশান ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ড. ওয়াহিদুজ্জামান (তমাল)।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান এবং ডিরেক্টর ইন চার্জ অফ স্পোর্টস মাহবুবুল হক সুফিয়ানী, ভেন্যু পার্টনার গুলশান ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান, এবং উপদেষ্টা সাফিউস সামি আলমগীর (পরিচালক অ্যাডমিন, জিসিএল), মেহজাবীন ভূঁইয়া (ডিরেক্টর ফাইন্যান্স, জিসিএল), এবং শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে গুলশান ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অলিম্পিয়াড আয়োজক কমিটির চেয়ারম্যান মিনহাজ কামাল খানের উপস্থাপনায় এবারের অলিম্পিয়াডের জাঁকজমকপূর্ণ আয়োজনের চিত্র ফুটে উঠেছে। এবারের অলিম্পিয়াডে ১৬ টি মর্যাদাপূর্ণ ক্লাবের ৮০০ এর বেশি প্রতিযোগী ১৪ টি বিভিন্ন খেলাধুলার শাখায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৮ টি দল গঠন করেছেন।

গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৪ এর পদক তালিকায় গুলশান ক্লাব ৮ টি স্বর্ণ এবং ৯ টি রৌপ্য পদকসহ মোট ১৭ টি পদক নিয়ে এগিয়ে রয়েছে। ক্যাডেট কলেজ ক্লাব ৫টি স্বর্ণ এবং ৩ টি রৌপ্যসহ মোট ৮টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গুলশান ইয়ুথ ক্লাব এবং নারায়ণগঞ্জ ক্লাব প্রত্যেকে ৩ টি স্বর্ণ এবং ৩ টি রৌপ্য পদক অর্জন করে, মোট ৬টি পদক অর্জন করে। চিটাগাং ক্লাব ৩টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক অর্জন করে, তাদের সংখ্যা ৫টি । ঢাকা বোট ক্লাব ১টি স্বর্ণ এবং ২টি রৌপ্য পদক অর্জন করে, মোট ৩ টি পদক। গ্রেগরিয়ান অ্যালামনাই ক্লাব ২টি পদক অর্জন করে, ১টি স্বর্ণ এবং ১টি রৌপ্য পদক অর্জন করেছে। বারিধারা এনক্লেভ ক্লাব ১টি স্বর্ণপদক অর্জন করে, আর বারিধারা কসমোপলিটন ক্লাব ২টি রৌপ্য পদক অর্জন করে। সর্বশেষে, উত্তরা ক্লাব এবং সিলেট ক্লাব প্রত্যেকে ১টি করে রৌপ্য পদক জিতেছে।

ইভেন্ট চলাকালীন, সমস্ত চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাদের ট্রফি গ্রহণ করে। পৃষ্ঠপোষক এবং মিডিয়া অংশীদারদের তাদের অমূল্য অবদানের জন্য প্রশংসার চিহ্ন হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।

এবারের অলিম্পিয়াডে আমেরিকান ক্লাব, অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব লিমিটেড, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড, চিটাগাং ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেডের অংশগ্রহণের সাক্ষী রয়েছে। গুলশান ক্লাব লিমিটেড, গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড, গ্রেগরিয়ান অ্যালামনাই ক্লাব লিমিটেড, খুলনা ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব লিমিটেড, এবং উত্তরা ক্লাব লিমিটেড।

১৪ টি খেলার শাখার মধ্যে রয়েছে টেনিস, ক্রিকেট, ফুটবল, স্কোয়াশ, ব্যাডমিন্টন, সাঁতার, স্নুকার, পুল, গলফ, টেবিল টেনিস, বাস্কেটবল, দাবা, আর্ম রেসলিং এবং কুইজ।

প্রাইম ব্যাংক, বাটারফ্লাই বাংলাদেশ এবং তুরাগ অ্যাক্টিভের পৃষ্ঠপোষকতায় এই অলিম্পিয়াডটি পরিচালিত হয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড দ্বারা। ব্রুভানা হাইড্রেশন পার্টনার হিসেবে এবং ইয়র্ক হাসপাতাল হেলথ পার্টনার হিসেবে কাজ করেছেন। অফিসিয়াল ইলেকট্রনিক মিডিয়া পার্টনারদের মধ্যে রয়েছে যমুনা টিভি, চ্যানেল-আই, আনন্দ টিভি এবং টি-স্পোর্টস।

অলিম্পিয়াড আয়োজক কমিটির চেয়ারম্যান মিনহাজ কামাল খান প্রধান সমন্বয়ক, আহ্বায়ক, সহ-আহ্বায়ক, ভেন্যু পার্টনার গুলশান ইয়ুথ ক্লাব, স্পন্সর এবং মিডিয়া পার্টনারদের সহযোগিতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

সমাপনী জমকালো এ অনুষ্ঠানে নৈশভোজ এবং নেমেসিসের একটি দর্শনীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং গ্র্যান্ড পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি এক প্রাণবন্ত এবং উত্সাহী অলিম্পিয়াডের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।