নতুন কমিটি গঠন
শরীয়তপুর জেলা সমিতি রাজশাহীর সভাপতি সজীব সাধারণ সম্পাদক সিয়াম

'পদ্মার মিতালি বয়ে আনুক সুদিনের বার্তা’ এই স্লোগানকে সামনে রেখে রাবি, রুয়েট ও রামেকে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘শরীয়তপুর জেলা সমিতি’র ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে ইন্টারন্যাশনাল রিলেশন (আ ই আর) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব হোসেন সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়ামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৪ডিসেম্বর) বিকালে সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শামীমা আক্তার শামু, মোস্তফা কামাল যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, নিশি মনি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কনিক ও অর্থ সম্পাদক কামরুল হাসান
এসময় উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান, সিনিয়র ওয়েলফেয়ার অফিসার মো. আকতার হোসেন। উল্লেখ্য, ২০১৫ সালে শরীয়তপুর থেকে রাবিতে পড়তে আসা এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এ জেলা সমিতিটি প্রতিষ্ঠিত হয়।
রাবি, রুয়েট, রামেক, শরীয়তপুর