জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে ‘চীনে উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে ‘চীনে উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে
‘চীনে উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
অদ্য ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর উদ্যোগে ঢাকাস্থ চীন দূতাবাস ও এসোসিয়েশন অব বাংলাদেশ চায়না এলামনাই (এবকা) এর যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘চীনে উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। এসময় তিনি বলেন, “চীন সরকারের এ ধরনের স্কলারশিপের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে নতুন দ্বার উন্মুক্ত হলো। এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মাঝে হ্যারিটেজ ও টেকনিক্যাল বিষয় বিনিময়সহ বিভিন্ন সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। গ্লোবাল এডুকেশন ও আন্তর্জাতিক সম্পর্কের ধারা অব্যাহত রেখে চীন ও বাংলাদেশের মাঝে আরো গভীর সম্পর্ক তৈরি হবে।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাহ-উল-আজম সওদাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন চীন দূতাবাসের কালচারাল এন্ড এডুকেশনাল কাউন্সিলর লি সাউপিং এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসোসিয়েশন অব বাংলাদেশ চায়না এলামনাই (এবকা) এর সাধারন সম্পাদক অধ্যাপক ড. মোঃ সাহাবুল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) ড. নাছির আহমাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ময়েনুল হক।
সেমিনারে চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া এবং চীন সরকারের স্কলারশিপ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন চীন দূতাবাসের কালচারাল অ্যাটাসি সান ক্যানজিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মোস্তাফিজ চৌধুরী।
সেমিনারে বিভাগের ছাত্র-ছাত্রী এবং ফ্যাকাল্টিবৃন্দ ছাড়াও অন্যান্য বিভাগের ছাত্র-ছাত্রী এবং ফ্যাকাল্টিবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাসহ উভয়পক্ষ চীন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
এরপর অতিথিবৃন্দ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পরিদর্শন করেন। এ সময় অতিথিবৃন্দ দূতাবাস এবং ABCA থেকে বিভাগীয় ফয়াকাল্টিদেরকে বিভিন্ন উপহার প্রদান করেন।