ঢাকা শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


শিক্ষার্থী হয়ে আসুন এবং বিসিএস ক্যাডার হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করুন : শাশ্বত মনির


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৪ ০০:৫৬

 

বৃহস্পতিবার রাজধানীর নীলক্ষেতে বিসিএস কনফার্ম এর প্রধান কার্যালয়ে বিসিএস কনফার্ম এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। বিসিএস কনফার্মের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক ও পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং বিসিএস কনফার্ম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর বিসিএস কনফার্ম যাত্রা শুরু করে। আমাদের এই যাত্রাকালে অসংখ্য মানুষের সহযোগিতা পেয়েছি এবং হাজার হাজার শিক্ষার্থীকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছি। দেশব্যাপী বিসিএস কনফার্ম এর অনেকগুলো শাখা স্থাপন করে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, শিক্ষার্থী হয়ে আসুন এবং বিসিএস ক্যাডার হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করুন।

সভাপতির বক্তব্যে ইকবাল হোসেন বলেন, কোটামুক্ত বাংলাদেশে মেধা ও পরিশ্রমই সৌভাগ্যের সোপান। আপনার মেধাকে শাণিত করে সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রথম বিসিএস পরীক্ষাতেই সফলতা লাভ করতে এবং অভিজ্ঞ বিসিএস ক্যাডারগণের গাইডলাইন পেতে বিসিএস কনফার্মে আসুন।

অন্যান্য অতিথিদের মধ্যে আলোচনায় অংশ নেন বিসিএস ইংরেজি শিক্ষক বিশ্বজিৎ দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান রনি।

সেমিনারে উপস্থিত ছিলেন , বিসিএস কনফার্ম এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাজিউর রহমান রাজীব, বিসিএস কনফার্ম সদরঘাট শাখার পরিচালক এম রহমান রনিসহ প্রমুখ।

বিসিএস কনফার্ম এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বিশাল কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


বিসিএস কনফার্ম, মুহাম্মদ মনিরুজ্জামান, শাশ্বত মনির, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড