ঢাকা শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


জবি ছাত্রলীগের সহসভাপতি পরাগের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ


২৬ জুন ২০২৩ ১৭:১৬

আপডেট:
২৬ জানুয়ারী ২০২৫ ০৩:৩৩

 জগন্নাথ  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি পরাগ হোসেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি পরাগ হোসেন।

জগন্নাথ  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ছিনতাই ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ভুক্তভোগী। অবশ্য অভিযোগটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন তিনি।

গতকাল (শনিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন মূল ফটকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পরাগ হোসেন, তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-১৬ (১১ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জিডিতে রাসেল বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি ও তাঁর বান্ধবী রিকশায় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  যাওয়ার সময় মূল ফটকের সামনে  জবি ছাত্রলীগের সহসভাপতি পরাগ হোসেন ও তাঁর সঙ্গে থাকা দুজন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁদের রিকশা থামান। এরপর তাঁদের কাছে ডেকে রিকশায় জোরে হাসাহাসির অভিযোগ তুলে পরিচয় জিজ্ঞেস করেন। একপর্যায়ে জোর করে তাঁদের বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচতলায় নিয়ে যান। এরপর তাঁর মুখে ও কানে জোরে জোরে কিলঘুষি ও থাপ্পড় মারতে থাকেন। ঘুষির আঘাতে তাঁর নাক দিয়ে রক্তপাত হয়। একপর্যায়ে তাঁর হাত থেকে ঘড়ি খুলে নিচে পড়ে গেলে পরাগ তা নিয়ে নেন।

একটি পর্যায়ে তিনি ও তাঁর সঙ্গে থাকা বান্ধবী পরাগ ও তাঁর সহযোগীদের কাছে ভুল স্বীকার করে চলে আসতে চাইলে আবার মারধর করেন বলে জিডিতে উল্লেখ করেন অভিযোগকারী রাসেল।

তিনি বলেন, ফোনে খবর দিলে পরিচিত প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে এলে তিনি তাঁদের কাছে ঘটনা বলেন।

ওই শিক্ষার্থীদের নিয়ে কেন দাঁড়িয়ে আছেন, সে অভিযোগ তুলে পরাগ ও তাঁর সঙ্গীরা তৃতীয় দফায় তাঁকে ও তাঁর সঙ্গে থাকা শিক্ষার্থীদের মারধর করেন। এমনকি তাঁর ওয়ালেট নিয়ে নেন। ওয়ালেটে জাতীয় পরিচয়পত্র, নগদ ৩৫ হাজার টাকা, বিশ্ববিদ্যালয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল বলে দাবি করেন রাসেল।

এদিকে কোতোয়ালি  থানায় জিডি হলেও বিষয়টি জানা নেই বলে দৈনিক আমাদের দিন এর কাছে দাবি করেছেন থানার ভারপ্রাপ্ত (ওসি) মীজানুর রহমান। তবে থানার এক উপপরিদর্শক জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।