ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডয়েচে ভেলে একাডেমির কর্মশালা অনুষ্ঠিত


৩১ জানুয়ারী ২০২০ ০৭:২৭

আপডেট:
৩১ জানুয়ারী ২০২০ ০৭:৪৪

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জার্মানির গণমাধ্যম প্রতিষ্ঠান ডয়েচে ভেলে একাডেমির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সংবাদ ব্যক্তিগতকরণ (সংবাদ পার্সোনালাইজেশন) নিয়ে কর্মশালায় আলোচনা করেন ডয়েচে ভেলে একাডেমির ইনোভেশন টিমের প্রধান ওলগা কিসেলম্যান।

ডয়েচে ভেলে একাডেমি সংবাদ ব্যক্তিগতকরণ বিষয়ে একটি অ্যাপস তৈরি করেছে। এই অ্যাপসটির কার্যকারিতা নিয়ে দীর্ঘমেয়াদী নিরীক্ষার প্রাথমিক পর্যায় ছিল এই কর্মশালা।

বেলা ১২ টায় শুরু হয়ে ২ ঘন্টা ব্যাপী এ কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভাগের শিক্ষক মিঠুন মিয়া, জাকারিয়া খান, মেহনাজ হক রকি ও মো. রুমান শিকদার উপস্থিত ছিলেন এ কর্মশালায়।