ঢাকা সোমবার, ১৩ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


ঢাবি থেকে ৬৭ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার


১৫ জানুয়ারী ২০২০ ০১:১৩

আপডেট:
১৩ মে ২০২৪ ২২:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮২ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি।

ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগে ৬৩ এবং মহসিন হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় ৪জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়।

এ ছাড়া মাদক ও ছিনতাইয়ের অভিযোগে ১৩ জন এবং সাংবাদিককে মারধরের ঘটনায় ২ জনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গোলাম রাব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেট বরাবর বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।  এ বিষয়ে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।