ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


ভিপি নুরসহ আহতরা শঙ্কামুক্ত: ঢামেক পরিচালক


২৩ ডিসেম্বর ২০১৯ ০৫:০৫

আপডেট:
১১ মে ২০২৪ ১৫:৩৯

রোববার ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ বাকিরা শঙ্কামুক্ত আছেন। 

ঢাকা মেডিকেল কালেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন রোববার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।  

তিনি জানান, ডাকসু ভিপি নুরসহ আহত ছয়জনকে ঢাকা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। 

নাসির উদ্দিন বলেন, মোট ২৪ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে ভিপি নুরুল হক নুর, আমিনুল হক, সোহেল, নাজমুল, ফারাবী, নাজমুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার হাতে, পায়ে, মাথায় আঘাত রয়েছে।

আহতদের শরীরে গুরুতর কাটা-ছেঁড়া নেই বলে তিনি জানান।

ঢামেক পরিচালক বলেন, আহতদের এক্স-রে, সিটিস্ক্যান করানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়। তবে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার ভিপি নুরুল হক নুরের দপ্তর ও ডাকসু ভবনে হামলা ও ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। হামলা-ভাঙচুরে ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত হন।