ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে ইবির প্রধান ফটকে তালা!


১১ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৩

আপডেট:
১১ মে ২০২৪ ১০:১৩

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংগঠনটির আন্দোলনকারী নেতা-কর্মীরা তালা ঝুলিয়ে দিয়েছেন।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এ সময় ক্যাম্পাসের অভ্যন্তরে দুইটার শিফটের গাড়ি আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রায় আধা ঘণ্টা পর প্রধান ফটকের তালা খুলে দেয় আন্দোলনকারীরা।
জানা যায়, অনৈতিক আর্থিক লেনদেনের বিনিময়ে করা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের অবৈধ কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগের একাংশ। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রধান ফটক খুলে দিয়ে আন্দোলন শেষ করেন তারা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন ছাত্রলীগের একাংশের নেতা মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, তৌকির মাহফুজ মাসুদ ও শিশির ইসলাম বাবু। সমাবেশে নেতারা বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে কমিটিতে এসেছে। এই কমিটি আমরা মানি না। কেন্দ্রীয় কমিটির কাছে এ কমিটি বিলুপ্তি করে আমরা নতুন কমিটি চাই। ’

এ বিষয়ে প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘ছাত্রলীগ যে দাবিতে আন্দোলন করেছে এটা বিশ্ববিদ্যালয়ের সমাধানের বিষয় না।

এ দাবিতে প্রধান ফটকে তালা দেয়া আমার কাছে যৌক্তিক মনে হয়নি। ’