ঢাকা বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১


রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু


১৯ জুন ২০২১ ১৮:৫২

আপডেট:
২২ জানুয়ারী ২০২৫ ০০:২২

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ১০ জনের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫জন। এ নিয়ে চলতি মাসে ১৯ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯৩ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন। শনিবার সকালে করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ৩৬৫ জন।

এদিকে, করোনা সংক্রমণ কমাতে রাজশাহী শহরে শনিবার নবম দিনের মত বিশেষ লকডাউন চলেছে। বিশেষ বিধিনিষেধে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। শহরের বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান বিপণি বিতান বন্ধ থাকলেও পাড়া মহল্লার ছোট দোকানপাট খুলেছে।

রাস্তায় রিকশা ও অটো রিকশার সংখ্যা অনেক বেড়ে গেছে। আগের কয়েক দিনের তুলনায় বেড়েছে রাস্তায় মানুষের চলাচলও।

অন্যদিকে গত কয়েক দিন ধরে শহরে লকডাউন কার্যকরে পুলিশের যে তৎপরতা ছিল সেটিতেও অনেক শিথিলতা দেখা গেছে।