ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


কোভিড-১৯ চিকিৎসা সেবায় রেকর্ড গড়ে সংর্বধনা পেলেন যশোরের সন্তান ডা. মেহেদী হাসান


৬ নভেম্বর ২০২০ ২১:৫২

আপডেট:
২০ মে ২০২৪ ০৩:১৭

 

করোনাভাইরাস কালে যশোর জেলার মনিরামপুর উপজেলার একজন মানবিক ডাক্তারের নাম ডা. মেহেদী হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মরত তরুণ এই চিকিৎসক লেখাপড়া শেষ করেছেন টার্নোপিল ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইউক্রেন থেকে। লেখাপড়া শেষ করে দেশে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা নিয়োজিত। নরম শান্ত সাভাবের তরুণ এই চিকিৎসক করোনাভাইরাসের চিকিৎসা সেবা দিয়েই আজ দেশের একজন জনপ্রিয় ডাক্তার হিসাবে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে করোনা কাল থেকে শুরু করে এখনো পর্যন্ত বাংলাদেশের এডমিন ক্যাডারদের একমাত্র ভরসা ডা. মেহেদী হাসান। এই পর্যন্ত ডা. মেহেদী হাসান টেলি মেডিসিনে ফ্রী চিকিৎসা দিয়েছে ৫ হাজার প্লাস করোনা রুগী। এর ভিতর গুরুতরভাবে অসুস্থ রুগী থাকলেও এপর্যন্ত একজন মারা যাওয়ার কথা শুনা যায়নি।

আজ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ডা. মেহেদী হাসান কে করোনা চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিশেষ সংবর্ধনা স্বরুপ সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক )জনাব মোঃ নুরুন্নবী। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ) জনাব হেলাল মাহমুদ শরীফ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) জনাব একেএম মাসুদুজ্জামান। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারবৃন্দ । অনলাইনে ভিডিও কনফারেন্সর মাধ্যমে সংযুক্ত ছিলেন ঢাকা বিভাগের অধীন ১৩ টি জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটগণ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ । এছাড়াও ঢাকা বিভাগের কয়েকটি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার ভূমি বৃন্দ।

এখন আসুন দেখি য়ারা ডা. মেহেদী হাসানের চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়েছেন তাদের মন্তব্য গুলো। জ্বর, কাশি, গলা ব্যথা? বাইরে যেতে পারছেন না? চিকিৎসাসেবা প্রয়োজন। কার কাছে চিকিৎসা সংক্রান্ত সাহায্য পাবেন? ফোন দিলেই পাশে পাবেন তাকে। তিনি প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করবেন। প্রয়োজনে বাড়িতে ওষুধ পৌঁছে দেবেন। তারপর করোনা পরীক্ষার জন্য স্যাম্পল নেওয়া থেকে শুরু করে রিপোর্ট, চিকিৎসা এবং সুস্থ হওয়া পর্যন্ত তাকে সব সময় পাশে পাবেন। দেশের মানুষ যখন এমন পরিস্থিতির মুখোমুখিতে দিশেহারা ঠিক তখনি খোঁজে পান ডাক্তার মেহেদী হাসান কে। করবোনা কাল থেকে এখন পর্ষন্ত অগণিত ফোন কল আসতে থাকে দেশ এবং দেশের বাইরে থেকে। সকল রুগীকে ঠান্ডা মাথায় রুগী অভিযোগ শুনে চিকিৎসা ব্যবস্থাপত্র রুগীর ফোনে ম্যাসেজ করেন। পাশাপাশি জটিল ও কঠিন রুগীকে নিজ থেকে ফোন করে খোঁজখবর নিয়েছেন এবং এখনও নিচ্ছেন। এর মধ্যে সিটি ব্যাংকের সকল সদস্য, দেশের এডমিন ক্যাডার, আত্মীয় সজন, যশোর জেলায় সকল পুলিশ সদস্যদের এবং নিজ উপজেলা মনিরামপুর বাসীকে উন্মুক্ত ফ্রী চিকিৎসা সেবা প্রদান করছেন তিনি। ডা. মেহেদী হাসানের সাথে বিশেষ এক সাক্ষাৎকারে এবং বিশেষ কিছু রুগী এবং এডমিন ক্যাডারসহ ডা. মেহেদী হাসানের ফোনে আসা একাধিক ম্যাসেজ পড়ে এই তথ্য জানাযায়।

আসলে মানুষ পৃথিবীর সৃষ্টিকর্তার পরে ডাক্তারের উপর ভরসা করেই বেঁচে থাকে। কিছু রুগীর ম্যাসেজ ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে এবং কিছু ম্যাসেজ হুবহু পাঠকের উদ্দেশ্য তুলে ধরা হল:

আসসালামু আলাইকুম, ভাইয়া ডাঃ মেহেদী, আশা করি ভালো আছেন। আমি মোঃ ইমরান হোসাইন , অফিস সহায়ক , জেলা প্রশাসক এর কারযালয় ,নারায়ণগঞ্জ আমি সহ আমার পরিবারের ৭ জন সদস্য করোনা পজিটিভ হই ১১ই এপ্রিল ২০২০, আল্লাহর অশেষ রহমতে আপনার পরামর্শ অনুসরণ করে ও মহান আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সকলেই ১৩ মে ২০২০ করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছি, অশেষ ধন্যবাদ ও দোয়া আপনার জন্য, ভালো থাকবেন দোয়া করি।

আসসালামু আলাইকুম, ভাইয়া ডাঃ মেহেদী, আশা করি ভালো আছেন। আমি খুবই সুখী আমার দ্বিতীয় বার কোভিড টেষ্ট পজিটিভ থেকে নেগেটিভ এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আপনার পরিবারের প্রতি দোয়া রইল। নুসরাত জাহান সহকারী কমিশনার ও গাইবান্ধা জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিস

পঙ্কজ চন্দ্র দেবনাথ ৩৩মত বিবিএস সিনিয়র এসিস্ট্যান্ট সিকিউরিটি।

অস্মিতা সিংহ, ঠিকানা তালুকদার বাগানবাড়ি ৭৫ নয়া তলা বড় মগবাজার ঢাকা। নয়া তলা শিশু পার্কের সংলগ্ন প্রথম টেস্টের তারিখ ০৭মে ২০২০ পজিটিভ। দ্বিতীয় টেস্টে ২৩ মনে ২০২০ নেগেটিভ

অরুণ কৃষ্ণ পাল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি ডিসি অফিস ৩৫ তম ব্যাচ ঢাকা। কোভিড- ১৯ উপসর্গ পরীক্ষা তারিখ ০২ মে ২০২০ পরীক্ষার ফলাফল পজেটিভ ১৯ মে নেগেটিভ।

ডা. মেহেদী, আপনার সুপরামর্শ এবং আন্তরিক সহযোগিতায় আমার ১ম ফলো-আপ নেগেটিভ এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা। মহান সৃস্টিকর্তার কাছে আপনার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। লুসিকান্ত উপজেলা নির্বাহী অফিসার লাখাই, হবিগঞ্জ।

ডা. মেহেদী ভাই আপনার সুপরামর্শ এবং আন্তরিক সহযোগিতায় আমার নেগেটিভ এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা।

মুতমক্কাবির ২৫ তম ব্যাচ অ্যাডমিন সিটি কর্পোরেশন। আসসালামুয়ালাইকুম ডা. মেহেদী ভাই আজ আমরা পরিবারের ৫ সদস্য কোভিড-১৯ দুইবার পরীক্ষার পর অবশেষে রিপোর্ট পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে। আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি।

ফারজানা রহমান, ৩৪ তম ব্যাচ শ্রদ্ধাশীল শুভেচ্ছা লালবাগ রাজস্ব বৃত্ত ঢাকা এসিল্যান্ড।

মোতাক্কাবির, ২৫ তম ব্যাচ অ্যাডমিন সিটি কর্পোরেশন আসসালামুয়ালাইকুম ভাইয়া আজ আমরা পরিবারের ৫ সদস্য কোভিড-১৯ পজিটিভ থেকে অবশেষে উদ্ধার করেছেন আপনি। আমি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি।

ফারজানা রহমান ৩৪ তম ব্যাচ শ্রদ্ধাশীল শুভেচ্ছা লালবাগ রাজস্ব বৃত্ত ঢাকা এসিল্যান্ড।