অর্থকন্ঠের ২৫ বছর পূর্তিতে 'স্বপ্নজয়ী নারী সম্মাননা’ প্রদান

রাজধানীর হোটেল শেরাটনে জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডেসর রাষ্ট্রদূত আন্দ্রে কার্স্টেনস এবং ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদুপুই।
অর্থকন্ঠের বর্ষপূর্তি আয়োজনে দেশ ও প্রবাসের খ্যাতিমান এবং সফল ২০ নারীকে স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৫ প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য খাতে অসামান্য অবদান রাখা ২০ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয় ‘অর্থকন্ঠ বিজনেস এক্সেলেন্স এওয়ার্ড ২০২৫’। প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব ও অন্যান্য অতিথিরা সম্মাননাপ্রাপ্ত বিশিস্টজনদের হাতে হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে অর্থকন্ঠের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এনামুল হক এনাম এই দীর্ঘ পথচলায় অর্থকন্ঠের সাথে থাকার জন্য পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশাপ্রকাশ করেন ভবিষ্যতেও সবার এই ভালোবাসা অব্যাহত থাকবে এবং অর্থকন্ঠও তার দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে।
বর্ষপূর্তির বিশেষ এই আয়োজনে ব্যবসা, শিল্প, সংস্কৃতিসহ সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজনেরা অংশ নেন।