শিকড় ঝিনাইগাতী'র ইফতার মাহফিল ২০২৫: সম্প্রীতির বন্ধনে এক মিলনমেলা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার অরাজনৈতিক, সামাজিক সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’র উদ্যোগে উত্তরণ পাবলিক স্কুলে ৩০ মার্চ রবিবার শেষ রমজান উপলক্ষে সুধীজনের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সংগঠনের সভাপতি আব্দুল আউয়াল, সহ-সভাপতি আলিম আল রেজা লিক্সন, সাধারণ সম্পাদক ডা. সাইফুল আমিন মুক্তা, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলীসহ সকল সদস্যগণ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘শিকড় ঝিনাইগাতী’ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ঝিনাইগাতী উপজেলার মেধাবী শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথি বলেন "শিকড় ঝিনাইগাতী একটি মানবিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়ন ও কল্যাণে কাজ করছে। আজকের এই ইফতার মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য নিদর্শন। আমি আশা করি, এই সংগঠন ভবিষ্যতেও সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবে।"
সংগঠনের সভাপতি বলেন, "শিকড় ঝিনাইগাতী সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে, আর আজকের এই ইফতার মাহফিল তারই একটি অংশ। আমরা চাই, সমাজের সবাই একত্রিত হয়ে একে অপরের পাশে দাঁড়াক, সহযোগিতার হাত বাড়িয়ে দিক। আমাদের সংগঠনের সদস্যরা সবসময় মানবকল্যাণে কাজ করতে প্রস্তুত।"
সংগঠনের সাধারণ সম্পাদক বলেন "রমজান আমাদের শিক্ষা দেয় সংযম, সহানুভূতি ও একতাবদ্ধ থাকার। শিকড় ঝিনাইগাতীর উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিল সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধ তৈরি করেছে।