সরকারি বাঙলা কলেজস্থ ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল

সরকারি বাঙলা কলেজস্থ ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ (মঙ্গলবার) সরকারি বাঙলা কলেজের অডিটোরিয়ামে ছিল এ আয়োজন।
সরকারি বাঙলা কলেজস্থ ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর সভাপতি মোঃ শাহেদুল ইসলাম শাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শোয়াইব রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ভাইস চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গুলশান বিভাগের এডিসি মোঃ আল-আমিন হোসাইন, বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশন (বিটা) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম আকাশ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম রেজু, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি আবু সুফিয়ান মোঃ ফয়জুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সদস্য সচিব মোহাম্মদ আইয়ুব, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান, সদস্য সচিব মোঃ ফয়সাল রেজা, ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের প্রধান সমন্বয়ক সুলতান মাসুদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন মাওলানা জহুরুল ইসলাম, মো. মিজানুর রহমান, মেহেদী হাসানসহ সরকারি বাঙলা কলেজস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও কলেজে অধ্যয়ণরত শেরপুর জেলার শিক্ষার্থীবৃন্দ।
সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সামছুন নাহার, বাঙলা বিভাগের সহযোগী অধ্যাপক জায়েদা পারভীন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ফরিদা আক্তার, শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার দিকেও মনোযোগী হতে হবে। শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ যেভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ শিক্ষার্থীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও একতা আরও সুদৃঢ় করবে।"
সংগঠনের সভাপতি মোঃ শাহেদুল ইসলাম শাহেদ বলেন, "এই সংগঠন শেরপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি পরিবারসুলভ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীদের একত্রিত করা এবং তাদের যেকোনো প্রয়োজনে সহায়তা করা। ভবিষ্যতেও আমরা একে অন্যের পাশে থাকব।"
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শোয়াইব রহমান বলেন, "শেরপুর জেলার শিক্ষার্থীদের জন্য এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, বরং একে অন্যের প্রতি ভালোবাসা ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ। ভবিষ্যতে আমরা আরও সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম হাতে নেব।"
অনুষ্ঠানে আগত অতিথিরা রমজানের মাহাত্ম্য, পারস্পরিক সৌহার্দ্য ও শিক্ষার্থীদের উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), পুষ্পধারা প্রপার্টিজ লি., শাশ্বত মনির