কবি তালাত মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

বৃহত্তর ময়মনসিংহের বিশিষ্ট কবি, গীতিকার, গল্পকার, প্রাবন্ধিক ও কলামিস্ট তালাত মাহমুদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ মার্চ (শনিবার) ২০২৫ বিকাল ৪টায় কবি সংঘ বাংলাদেশের উদ্যোগে শ্যামলবাংলা ২৪ ডটকম কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার।
কবি তালাত মাহমুদের কবিতা ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন কবি সংঘ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান, কবি সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড.আবদুল আলীম তালুকদার, কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাংবাদিক মুগনিউর রহমান মনি, কবি ও সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, কবি ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক, কবি ও সাংবাদিক মাসুদ হাসান বাদল, কবি হাসান শরাফত, কবি মোহাম্মদ রবিউল আলম, কবি আজাদ সরকার, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি কামরুজ্জামান বাদল, কবি নাছিম তালুকদার, কবি শাহীন খান, কবিপুত্র ছড়াকার তানসেন মাহমুদ ইলহাম প্রমুখ।
কবি তালাত মাহমুদের কবিতা আবৃত্তি করেন কবি ও আবৃত্তিকার কমল চক্রবর্তী এবং কবি ও আবৃত্তিকার সিনথিয়া শারমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ।
উল্লেখ্য তালাত মাহমুদ ১৯৫৯ সালে নখলাস্থ চন্দ্রকোনের বাছুর আলগা গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৭৯ সালে জিলবাংলা সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি তালাত মাহমুদের কাব্যগ্রন্থ- লোকহীন লোকারণ্য, উদাম গতরী নেংটা বয়ান, টাউটমুক্ত সমাজ চাই। তিনি 'আমরা তোমারই সন্তান' নামক একটি ম্যাগাজিন সম্পাদনা করতেন।